বলিউডের ভাইজান সালমান খান ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই আলোচনায় থাকেন, যদিও তিনি নিজের বিয়ে নিয়ে কখনোই আগ্রহ দেখাননি। তবে তার পরামর্শে অনেকের সম্পর্ক সুষ্ঠু হয়ে ওঠে, এবং এমনই একটি দৃষ্টান্ত হলো শিবা আগারওয়াল ও আকাশদীপ সাবিরের বিয়ে। শিবা সালমানের সঙ্গে ভালো সম্পর্কের কারণে তার হবু স্বামী আকাশদীপের সঙ্গে সালমানের পরিচয় করিয়ে দিয়েছিলেন, এবং সালমান খুব খুশি হয়ে তাদের বিয়ে নিয়ে পরামর্শ দেন।
শিবা তার সাক্ষাৎকারে বলেন, সালমান তাকে বলেছিলেন যে, তিনি যথেষ্ট চেষ্টা করেছেন, তাই এবার চুপচাপ বিয়ে করে ফেলুন। সালমানের পরামর্শ মেনে ১৯৯৬ সালে শিবা আকাশদীপের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সালমান তার অনুরাগীদের কাছে সম্পর্কের পরামর্শদাতা হিসেবেই পরিচিত, যদিও নিজে কখনো বিয়ে করেননি।
বর্তমানে সালমান খান তার আসন্ন ছবি 'সিকান্দার' নিয়ে ব্যস্ত, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। শুটিং চলাকালীন রাশমিকা পায়ে চোট পেয়েছিলেন, তবে এখন তিনি সুস্থ হয়ে শুটিংয়ে ফিরেছেন এবং এই ছবিটি চলতি বছর ঈদে মুক্তি পাবে।